তুরস্কে আন্তর্জাতিক সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন ও সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ।তুরস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:২৩, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে “Gaza Conflict: A Dying Declaration of International Law” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেক্টরেট ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রবন্ধে উপাচার্য গাজা উপত্যকায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের নানাদিক বিশ্লেষণ করেন। তিনি বলেন, গাজা এখন মানবতার এক গভীর পরীক্ষার ক্ষেত্র, যেখানে আন্তর্জাতিক আইনের নীতিমালা কার্যত উপেক্ষিত হচ্ছে।

সেমিনারে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—গাজা সংকটে মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য।

অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহকে বিশেষ সংবর্ধনা প্রদান করে চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়