যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে বাড়তি শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ
যুক্তরাষ্ট্রে তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশে এ সুবিধার কথা উল্লেখ রয়েছে, যা মার্কিন তুলা ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ সৃষ্টি করেছে। তবে এক্ষেত্রে মোট ব্যবহৃত তুলার ২০ শতাংশ বা তার বেশি আমদানি করতে হবে। এই সুযোগকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।