এখন থেকে জাতীয় ভাবেই লালন উৎসব পালন অব্যাহত থাকবে-মোস্তফা সরোয়ার ফারুকী
আরিফুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী লালন উৎসব ও মেলা। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
উদ্বোধনী বার্তায় তিনি বলেন, “এখন থেকে লালন উৎসব জাতীয়ভাবেই পালিত হবে, কারণ লালন আমাদের সংস্কৃতি ও কৃষ্টির প্রতীক। লালনকে বুঝলে বাংলাদেশকে বোঝা যায়।” এ সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে বিশেষভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতি বিষয়ক সচিব মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।মূল বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন।উদ্বোধনী পর্ব শেষে প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং রাতভর চলে লালনসংগীতের আসর।উৎসবের দ্বিতীয় দিনে থাকবে বাল্যসেবা ও পূর্ণ সভা, যেখানে সারা দেশ থেকে আগত সাধু ও ভক্তরা অংশ নেবেন। লালনের মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর লালন একাডেমি উৎসবের আয়োজন করলেও এবারই প্রথম এটি রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হচ্ছে।