ফসলি জমি কেটে পাথর ও বালু উত্তোলন দুজনকে কারাদন্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর ও শালবাহান ইউনিয়নে ফসলি জমি কেটে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন শাকিল সালেক (৩৫) ও কাবুল হোসেন (৪১)। এদের মধ্যে শাকিল সালেক ভজনপুরের আব্দুল জলিলের ছেলে ও কাবুল হোসেন শালবাহান ইউনিয়নের গোবরাগছ গ্রামের সলেমান আলীর ছেলে।