চিকিৎসা কি এখন শুধুই সামর্থ্যের প্রশ্ন? একজন শিশুর ডাক্তার দেখাতে ১২০০ টাকা!
বাংলাদেশের চিকিৎসা খাত নানা উন্নয়নের গল্প বললেও, সাধারণ মানুষের জন্য চিকিৎসা পাওয়া যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের চিকিৎসা, যেখানে মানবিকতার ছোঁয়া থাকা উচিত, সেখানে এখন ফি-ভিত্তিক বাণিজ্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে।