নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০০, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণার আগে পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সম্পর্কে তথ্য ফাঁসের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা নোবেল কমিটির ভেতর থেকে তথ্য ফাঁসের এই বিরল ঘটনায় তদন্ত শুরু করেছেন নরওয়ের কর্মকর্তারা।

নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণার আগে পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সম্পর্কে তথ্য ফাঁসের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা নোবেল কমিটির ভেতর থেকে তথ্য ফাঁসের এই বিরল ঘটনায় তদন্ত শুরু করেছেন নরওয়ের কর্মকর্তারা।

নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, "মনে হচ্ছে, আমরা কোনো অপরাধী চক্রের শিকার হয়েছি, যারা আমাদের তথ্য ব্যবহার করে অর্থ উপার্জন করতে চায়।"

তদন্তকারীদের নজরে আসে অনলাইন জুয়ার ওয়েবসাইট পলিমার্কেটে এ বছরের শান্তি পুরস্কার বিজয়ীকে নিয়ে অস্বাভাবিক বাজি ধরার ঘটনা। নরওয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরেই মাচাদোর পক্ষে বাজির দর হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বৃহস্পতিবার পর্যন্ত সম্ভাব্য বিজয়ীদের তালিকায় এগিয়ে ছিলেন রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। কিন্তু মধ্যরাতে মাচাদোর জয়ের সম্ভাবনা যেখানে মাত্র ৩ দশমিক ৭৫ শতাংশ ছিল, সেখানে দুই ঘণ্টারও কম সময়ে বিপুল বাজি ধরার ফলে তা ৭২ দশমিক ৮ শতাংশে পৌঁছায়।

ফিনানসাভিসেন পত্রিকার তথ্য অনুযায়ী, একজন ব্যবহারকারী তার পক্ষে বাজি ধরে ৬৫ হাজার মার্কিন ডলারের বেশি জিতেছেন। এমনকি একজন বিজয়ী যে প্রোফাইল থেকে বাজি ধরেছিলেন, সেটি তৈরি করা হয়েছিল বাজি ধরার দিনই।

এই অস্বাভাবিক লেনদেনের বিষয়টি নরওয়ের দুটি সংবাদপত্র, 'আফতেনপোস্টেন' ও 'ফিনানসাভিসেন', নোবেল ঘোষণার পর উদ্‌ঘাটন করে। এর কয়েক ঘণ্টা পর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তিনি প্রথম ভেনেজুয়েলান হিসেবে এই সম্মান পেলেন।

নোবেল কমিটির প্রধান ইয়োর্গেন ভাৎনে ফ্রাইডনেস আফতেনপোস্টেনকে বলেছেন, কমিটির গোপনীয়তা রক্ষার দীর্ঘদিনের সুনাম রয়েছে। যদিও হারপভিকেন এখনই বিজয়ীর নাম ফাঁস হয়েছে কি না, তা 'নিশ্চিত করে বলতে পারছেন না', তবে তিনি এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন।

সূত্র: দ্য ইকোনমিক্স টাইমস

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়