ভূমিকম্প: কোরআন হাদিসের দৃষ্টিতে সতর্কবার্তা
মানুষ মনে করে পৃথিবী খুব শক্ত, অটল, অনড়। কিন্তু আল্লাহ কোনো একমুহূর্তে যখন মাটিকে সামান্য নাড়াচাড়া দেন, তখনই স্পষ্ট হয়ে যায় শক্তির মালিক মানুষ নয়, বরং একমাত্র রাব্বুল আলামিন। ভূমিকম্প তাই শুধু ভূবিজ্ঞান নয়; এটি মানুষের হৃদয়ে আঘাত করা এক স্মরণবার্তা- তুমি ক্ষুদ্র, আর তোমার প্রতিটি নিশ্বাস তাঁর নিয়ন্ত্রণে। কোরআনুল কারিম পৃথিবীর কাঁপনকে এক ভয়ংকর বাস্তবতার ইঙ্গিত দিয়েছে। আল্লাহতায়ালা বলেছেন, যখন পৃথিবী তার প্রকৃত কম্পনে কেঁপে উঠবে। (সুরা যিলযাল : ১)