যে কারণে জাদু দ্বারা প্রভাবিত হন মহানবী (সা.)
মদিনার ইহুদি গোত্র বনু জুরাইজের মিত্র লাবিদ বিন আসেম নামক একজন মুনাফিক তার মেয়েকে দিয়ে মহানবী (সা.)-এর মাথার ছিন্ন চুল ও চিরুনীর দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্র পাঠ করে চুলে ১১টি গিরা দেয়। এর প্রভাবে মহানবী (সা.) কোনো কাজ করলে ভুলে যেতেন ও ভাবতেন যে করেননি। প্রায় ৪০ দিন বা ৬ মাস এভাবে থাকে।