ফকির লালন শাহ'র ১৩৫তম তিরোধান দিবস পালন

আব্দুল্লাহ আল মামুন ।হরিনাকুন্ডু প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:২৭, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে বাউল সাধক লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে বাউল ভক্ত-অনুসারী সাধুগুরু ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখড়িত হয়ে উঠেছে ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণ হরিশপুর লালন একাডেমী হরিণাকুণ্ডু ঝিনাইদহ।
আজ ১৭ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে হরিনাকুন্ডু  উপজেলা প্রশাসনের আয়োজনে ১দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ লালন মেলার সামগ্রিক সহযোগীতায় হরিশপুর লালন একাডেমী পরিষদ হরিণাকুন্ডু ঝিনাইদহ। লালন মেলা উপলক্ষ্যে যেন হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হরিশপুর। সরেজমিন ঘুরে দেখাগেছে, ১৩৫ তম লালন তিরোধান দিবস উপলক্ষ্যে লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠে (পশ্চিমে) শতাধিক বাউল ভক্ত-অনুসারীরা অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর এসব পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউল অনুসারীরা একতারা-দোতারা সহ নানা বাদ্যের তালে গেয়ে চলেছেন লালন শাহ্ রচিত বাউল গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে শ্রোতা মন্ডলী ও নানা পণ্য সামগ্রীর দোকান । এ ছাড়াও ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। লালন তিরোধান উৎসবে আগত ভক্ত সাধু-গুরুদের দরাজ কণ্ঠের গান সহ পরস্পরের ভাব বিনিময়ের দৃশ্য দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। মূল আয়োজন উদ্বোধন হওয়ার আগেই লালন ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার সহ পুরো লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।হরিশপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, লালন তিরোধান দিবস উপলক্ষে শুধু লালনের আখড়াবাড়িই নয়, হরিশপুরে ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণে চলছে জমকালো অনুষ্ঠান। 
হরিশপুর গ্রামবাসী আরো জানান দূর-দূরান্তের আতীয়-স্বজনদের আপ্যায়নে হিমশিম খেতে হয় আমাদের, আর এই ধকল সামলাতে হয় অনুষ্ঠান উদ্বোধনের আগের দিন থেকে পরেরদিন পর্যন্ত।  উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ অক্টোবর থেকে এক দিনব্যাপী লালন মেলা হচ্ছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ পরিষ্কার- পরিচ্ছন্ন করে বর্ণিল সাজে সজ্জিত করেছে লালন একাডেমি হরিশপুর পরিষদের সদস্যবৃন্দ।
এ আয়োজন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বি এম তারিক উজ জামান উপজেলা নির্বাহী অফিসার হরিনাকুন্ডু ঝিনাইদহ। 
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, খন্দকার কেরামত আলী, লালন গবেষক, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
মোঃ শহিদুল হাওলাদার শহিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণাকুন্ডু থানা ঝিনাইদহ, 
মোঃ মুক্তার আলী, অধ্যক্ষ সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ, 
উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিনাকুন্ডু,
শরীফ মোহাম্মদ তিতুমীর উপজেলা কৃষি কর্মকর্তা হরিনাকুন্ডু, 
প্রফেসর মাহবুব মোর্শেদ শাহীন, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ,
সাজেদুর রহমান রনি, সভাপতি ২নং জোড়াদহ ইউনিয়ন বিএনপি,
মোঃ লালটু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, লালন একাডেমী পরিষদের অন্যতম সদস্য, 
শফি উদ্দিন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু শাখা, 
আব্দুস সামাদ, সভাপতি হরিণাকুন্ডু প্রেস ক্লাব, 
নাজমুল হুদা রিপন, সাধারণ সম্পাদক হরিনাকুন্ডু প্রেস ক্লাব, 
আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, 
মেম্বার আনিসুর রহমান, বিশিষ্ট পান ব্যবসায়ী। 
এ উৎসবে আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত মঞ্চে পরিবেশন হচ্ছে লালন ভাব সঙ্গীত। লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা গান পরিবেশন করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসবের আয়োজন করে আসছেন। স্থানীয় লালন অনুসারী সাধুগন জানান, এবার শাঁইজীর ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণ
থাকার সিদ্ধান্ত নিয়েছি। তার সাথে স্থানীয় ভক্ত অনুসারী সহ বহিরাগত ভক্ত অনুসারীরাও যোগ দেবেন বলে জানান সাধুগন । তিনি বলেন, এখানে আসি মুলত: নিরিবিলি মনোরম পরিবেশে শাঁইজীর মর্মবাণী চর্চা সহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য। শাঁইজীর অনুষ্ঠান চলাকালীন সাধুরা  এখানে অবস্থান করেন। এখানে হিংসা-অহঙ্কার নেই, জাত-পাত নেই। বড়-ছোট নেই। সেই দীক্ষা নিই আর সাধু-গুরুদের গান পরিবেশন ও ভাব বিনিময় দেখি। খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জানান, এখানে এসেই লালন ভক্তদের মতো পোশাকের বেশ ধরেছি, খুব ভালো লালনের গান গাইতে না পারলেও সঙ্গ দিতে পেরেই খুব খুশি অসংখ্য ভক্ত-অনুসারীরা এখানে এসেছেন, এখানে ঘুরে ঘুরে দেখবে, গান শুনবে, কিছু মালামাল কিনবে, তারপর সবাই  ফিরে যাবো। আগামীতে আবারো আসবো। এ সব বিষয়ে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে একদিন ব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করা হয়েছে।  সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হয়ে, আলোচনা সভা শেষে শুরু হবে লালন সঙ্গীতানুষ্ঠান। লালন তিরোধান দিবসের সার্বিক আয়োজন নিয়ে বুধবার ব্রিফিং করবেন হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়