সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী
হোসেন আলী আকাশ | ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ থেমেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের পর কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে ধানমন্ডি ২৭ ও আসাদগেটের দিকে সরে যায়।
দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থানরত ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আগে থেকেই আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের বাইরে অবস্থান করছিল, আরেক অংশ ছিল ভেতরে নির্ধারিত অনুষ্ঠানে। একপর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা টানটান পরিস্থিতির পর বিকেল ৩টার দিকে মিরপুর রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশমুখে সেনাবাহিনীর টহল ও অবস্থান দেখা যায়।
এসময় পুরো সংসদ ভবন এলাকায় উত্তেজনা প্রশমিত হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।