আসিম মুনির যেভাবে ছাপিয়ে গেলেন আইয়ূব খানকে
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। (২০ মে) মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়। ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ, যা জেনারেল পদের চেয়েও উপরে। এই পদোন্নতির মাধ্যমে তিনি পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সর্বোচ্চ সামরিক পদে অভিষিক্ত হলেন।