যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ৭

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৫, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) এ হামলা চালানো হয়। এই হামলা স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) এ হামলা চালানো হয়। এই হামলা স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজা শহরে ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।

গাজার পূর্ব শুজাইয়া এলাকায় নিজ বাড়ি পরিদর্শনের সময় একটি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

অন্যদিকে, খান ইউনিসের পূর্বাঞ্চলীয় আল-ফুখারি এলাকায় একটি ড্রোন হামলায় একজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল এমন ব্যক্তি- যারা সেনাবাহিনীর নির্ধারিত সীমা অতিক্রম করেছিল। তবে খান ইউনিসে ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘মঙ্গলবার সকালে গাজা নাগরিকদের ওপর গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে।’

তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলকে দায়ী করে এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় বাধ্য করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়