কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে ১১ অনুপ্রবেশকারী আটক

মনজুরুল ইসলাম | সিনিয়র স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৪, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কুড়িগ্রামের  সোনাহাট  সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। পরে আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা জানায় তারা দালালের মাধ্যমে সীমান্ত আসলে  রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে।  কিন্তু এসে রাস্তা না চিনতে পেয়ে ঘোরাঘুরি করার সময়  বিজিবির হাতে আটক হয়। এদের মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছে, যাদের মধ্যে মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫), রবিউলের ছেলে মোঃ রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান মোঃ আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), মোছাম্মদ রিফা (৯), ও মোসাম্মৎ শাফা (৬) এবং নুর আলমের সন্তান মোসাম্মৎ রেজিয়া (২১), নুর শাহিদা (২)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে আসার পর  তাদের তথ্য যাচাই বাছাই করা হয়। আটককৃতদের চট্টগ্রামের কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়