আটপাড়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
মো আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আটপাড়া।
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আটপাড়া।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় কৃষক প্রতিনিধি, বীজ ও সার বিক্রেতা এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় আসন্ন রবি মৌসুমে কৃষকদের মাঝে যথাসময়ে মানসম্মত সার ও বীজ বিতরণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি সার ও বীজের পর্যাপ্ত মজুদ, ন্যায্যমূল্য বজায় রাখা, এবং কোন অনিয়ম বা সংকট যেন না ঘটে— তা কঠোরভাবে মনিটর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন,
“কৃষিই বাংলাদেশের প্রাণ, তাই কৃষকদের জন্য সার ও বীজ সরবরাহে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।”
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার মাধ্যমে স্থানীয় কৃষকদের সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করে কার্যকর সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে উপস্থিত কৃষকরা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, নিয়মিত এ ধরনের মনিটরিং সভা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।