ই-কমার্স এফ কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তা থেকে ব্র্যান্ড দাঁড় করতে করণীয়

জান্নাতুন নাহার লিয়ানৃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ই-কমার্স এফ কমার্স খুব ইন্টারেস্টিং টপিক আর বর্তমান বিশ্বে খুব জনপ্রিয়। ই-কমার্স (E-commerce) আর এফ-কমার্স (F-commerce)—দুইটাই অনলাইনে কেনাবেচার মাধ্যম, কিন্তু একটু পার্থক্য আছে 

ই-কমার্স এফ কমার্স খুব ইন্টারেস্টিং টপিক আর বর্তমান বিশ্বে খুব জনপ্রিয়। ই-কমার্স (E-commerce) আর এফ-কমার্স (Fcommerce)—দুইটাই অনলাইনে কেনাবেচার মাধ্যম, কিন্তু একটু পার্থক্য আছে 

E-commerce (ই-কমার্স):

Full form: Electronic Commerce

মানে হচ্ছে—ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে পণ্য বা সেবা কেনা-বেচা।

 উদাহরণ:

Daraz, Evaly, Othoba, AjkerDeal, Amazon, Flipkart ইত্যাদি।

এখানে ব্যবসা পরিচালিত হয় একটি স্বতন্ত্র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে।

১. গ্রাহক সেখানে ঢুকে পণ্য বেছে নেয়, অর্ডার করে, পেমেন্ট করে।

২.পুরো সিস্টেমটা স্বয়ংক্রিয় এবং সংগঠিত।

F-commerce (এফ-কমার্স):

Full form: Facebook Commerce

মানে হচ্ছে—Facebook এর মাধ্যমে পণ্য বিক্রি।

উদাহরণ:

"Nree Bangladeah", “Jolrong”, “Abaya Story”, “সারেং” — এরা শুধু Facebook Page ব্যবহার করে পণ্য বিক্রি করে।

এখানে কোনো ওয়েবসাইট লাগে না।

১.ব্যবসায়ী পোস্টে ছবি দেয়, ক্রেতা ইনবক্সে অর্ডার করে।

২.সাধারণত ছোট বা নতুন উদ্যোক্তারা এইভাবে শুরু করে।

E-commerce,  F-commerce 

মাধ্যম ওয়েবসাইটে 

অর্ডার পদ্ধতি অটোমেটেড কার্ট ও পেমেন্ট ইনবক্স এবং ফেসবুক কমার্সের ক্ষেত্রে কমেন্টে বা ইনবক্সে অর্ডার

স্কেল : বড় ও পেশাদার ব্যবসা ছোট ও স্টার্টআপ ব্যবসা

নিয়ন্ত্রণ ব্যবসায়ীর নিজের সিস্টেম ফেসবুকের নীতির ওপর নির্ভরশীল।

ই-কমার্স এর ক্ষেত্রে নীতি নির্ধারক ব্যবসায়ী নিজে তথাপি এফ কমার্সে নীতি নির্ধারণ ফেসবুকের নীতির উপর নির্ভরশীল। 

এফ কমার্স শুরু করে ধাপে ধাপে ই কমার্সের দিকে যেতে পারি আমরা। এই পুরো প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো: 

ধাপ ১: F-commerce দিয়ে শুরু করুন

শুরুতে বেশি খরচ না করে সহজভাবে ব্যবসা শুরু করাই বুদ্ধিমানের কাজ। একটা Facebook Page খুলুন (ব্র্যান্ডনেম সহ)। সুন্দর লোগো, কভার, বায়ো, যোগাযোগ নম্বর দিন। পণ্যের আকর্ষণীয় ছবি, রিল, লাইভ ভিডিও দিন।

 Customer inbox reply দ্রুত দাও — এটা বিশ্বাস বাড়ায়।

ছোটখাটো Facebook Ads দিন (Boost নয়, Ad Manager দিয়ে)।

 লক্ষ্য: ক্রেতা বাড়ানো, ব্র্যান্ডে বিশ্বাস তৈরি করা।

ধাপ ২: ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করুন

একটা সময় পর শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকা ঠিক না।

আপনার ব্র্যান্ডকে “চেনা মুখ” বানাতে হবে।

নাম, লোগো, কালার থিম একই রাখো সব জায়গায় (FB, Insta, WhatsApp)।

Customer feedback পোস্ট করুন (Screenshot সহ)।

Product packaging সুন্দর করুন।

একটা delivery system ঠিক করুন (Pathao, Steadfast, Paperfly ইত্যাদি)।

লক্ষ্য: মানুষ যেন বলে “এই ব্র্যান্ডটা আমি চিনি।”

ধাপ ৩: E-commerce ওয়েবসাইট বানান

যখন বিক্রি নিয়মিত হচ্ছে, তখন নিজের ওয়েবসাইটে যান।

Domain & Hosting কিনুন 

🔹 Shopify, WordPress (WooCommerce), বা Wix দিয়ে বানানো যায় সহজে।

🔹 ওয়েবসাইটে থাকবেঃ

Product Catalog

Add to Cart

Payment Gateway (Bkash, Nagad, Card ইত্যাদি)

Order Tracking

🔹 এখন গ্রাহক সরাসরি অর্ডার করতে পারবে — ইনবক্সে নয়।

 লক্ষ্য: সিস্টেমে কাজ হবে, সময় ও শ্রম বাঁচবে।

 

ধাপ ৪: ডিজিটাল মার্কেটিংয়ে বিনিয়োগ করুন

E-commerce সাইট চালু হওয়ার পর, বিজ্ঞাপনই হলো মূল শক্তি।

🔹 Facebook Ads + Instagram Ads

🔹 Google Search Ads (keyword-based)

🔹 Email marketing / SMS marketing

🔹 Content marketing (ব্লগ বা ভিডিও টিপস)

লক্ষ্য: নতুন ট্রাফিক, পুরনো গ্রাহকের পুনরায় অর্ডার।

 ধাপ ৫: Automation ও Expansion

আপনি  এখন ছোট ব্যবসা থেকে প্রফেশনাল ব্র্যান্ডে যাচ্ছেন।

🔹 CRM সফটওয়্যার ব্যবহার করুন (Customer Data রাখার জন্য)

🔹 Stock management সিস্টেম রাখুন

🔹 Influencer Collaboration করুন

🔹 নতুন পণ্য বা ক্যাটাগরি আনুন

লক্ষ্য: ব্যবসা স্কেল করা — “একজন বিক্রেতা” নয়, “একটা ব্র্যান্ড” হওয়া।

আমি সংক্ষেপে এফ কমার্স ও ই কমার্স কি ও তাদের পার্থক্য তথাপি একটা এফ কমার্স বিজনেসকে কিভাবে ই-কমার্স এ পরিণত করা যায় তা তুলে ধরতে চেষ্টা করলাম। আশা করি এই লিখার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা কিছুটা হলেও উপকৃত হবেন। 

শেষকথা: প্রতিটা উদ্যোগই শুরুতে ক্ষুদ্র থাকে, কালের পরিক্রমায় বিপুল পরিশ্রম আর আত্মবিশ্বাসে তা ধীরে ধীরে বড় হয়।আজকে আপনার উদ্যোগ ছোট হতে পারে কিন্তু আপনি যদি নিজের কাজ আর সৃষ্টিকর্তার দেয়া সক্ষমতার উপর ভরসা রাখেন নিশ্চিত আপনি সফলকাম হবেন। 

জান্নাতুন নাহার লিয়ানৃ 

বাংলাদেশ 

মালদ্বীপ থেকে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়