জাহিদ হাসানের চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড
চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। আজও বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন এই নায়কের স্মৃতি। প্রয়াত মান্নার সঙ্গে ছিলেন অভিনেতা জাহিদ হাসানের গভীর সখ্যতা। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।