ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ঐক্যের বার্তা দিলেন মেহেদী রুমী
কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হওয়ার পরই তারুণ্যের প্রতীক তারেক জিয়ার রূপরেখা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য তৃণমূল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এসেছে। গতকাল শুক্রবার সকালে খোকসা কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিমত কালে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি একথা বলেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত দলকেই দেশ চালানোর দায়িত্ব দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ,মেজবাউর রহমান পিন্টু, কুমারখালী থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, বিএনপি নেতা নবায়ার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, খোকসার সাবেক ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান, জামাল হোসেন, হাফিজ মাস্টার, বাগুলাট বিএনপি নেতা পান্না, মেম্বার,আমিরুল ইসলাম, মামুন বিশ্বাস, অধ্যাপক হারুন, কুমারখালী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ফেরদৌস হাসান পরাগ, কয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি সেলিম মন্ডল, ছাত্রনেতা মাসুদ, জাকির হোসেন,হালিম মাস্টার, ফেরদৌস হাসান সানি, রহিম মন্ডল, যদুবয়রা ইউনিয়ন বিএনপি'র নেতা অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, রেজওয়ান আলম, শহিদুল আলম, মনোয়ার হোসেন সন্টু, সরোয়ার মেম্বার, মতিউর রহমান, গোলাম সরোয়ার মাস্টার, মোহাম্মদ আলী, চাপড়া ইউনিয়নের বিএনপি নেতা ফরহাদ হোসেন, ফারুক হোসেন প্রমূখ।এ সময় নেতাকর্মীদের পক্ষ হতে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।