কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ফরম বিক্রয় কার্যক্রম উদ্বোধন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫৫, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া,  ১৬ অক্টোবর’ ২০২৫॥ বিচার কাজকে প্রযুক্তি দিক দিয়ে আরো আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনার বিচার নিয়ে এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনও হয়নি, ইতিহাসে প্রথমবারের মত মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। 
 

‘দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনও হয় নি’ : এটর্নি জেনারেল
কুষ্টিয়া,  ১৬ অক্টোবর’ ২০২৫॥ বিচার কাজকে প্রযুক্তি দিক দিয়ে আরো আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনার বিচার নিয়ে এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনও হয়নি, ইতিহাসে প্রথমবারের মত মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। 

এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য, নির্যাতন হত্যাকান্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল মানুষের। আবরার ফাহাদ সেখানে মূর্ত প্রতীক হিসেবে দাড়িয়ে গিয়েছেল। জুলাই বিপ্লবকারীদের সামনে একটা জলজ্যান্ত উদাহারণ ছিল আবরার। আবরার ফাহাদের হত্যার বিচার কাজ দ্রুত শেষ করা হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবনের নিচতলায় আয়োজিত কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ফরম বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মুহঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ শাতিল মাহামুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক ট্রেজারার ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সট: মোহাম্মদ আসাদুজ্জামান, এটর্নি জেনারেল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়