জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি

জহুরুল ইসলাম । প্রধান সম্পাদক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৮, শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

শুক্রবার (১৭ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি সনদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যের লক্ষ্যে গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

যেসব দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
  • বাংলাদেশ জামায়াতে ইসলামি: সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
  • নাগরিক ঐক্য: সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার
  • আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
  • খেলাফত মজলিস: আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের
  • রাষ্ট্র সংস্কার আন্দোলন: প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন

এছাড়াও স্বাক্ষর করেন —

  • গণসংহতি আন্দোলন: প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল
  • গণঅধিকার পরিষদ (জিওপি): সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান
  • জাতীয়তাবাদী সমমনা জোট: সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ
  • জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান
  • বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী
    আয়োজকরা জানান, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ মূলত একটি ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় পুনর্গঠনের রূপরেখা উপস্থাপিত হয়েছে।

তারা আশা প্রকাশ করেন— এই সনদ রাজনৈতিক বিভাজনের পরিবর্তে ঐক্য ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়