ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি, থমকে গেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন
ইসরায়েলের পার্লামেন্ট 'নেসেট'-এ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় কিছু সংসদ সদস্য হট্টগোল করেন, ফলে তার বক্তব্য কিছু সময়ের জন্য থেমে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার।
ইসরায়েলের পার্লামেন্ট 'নেসেট'-এ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় কিছু সংসদ সদস্য হট্টগোল করেন, ফলে তার বক্তব্য কিছু সময়ের জন্য থেমে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার।
প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণ চলাকালে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি পোস্টার উঁচিয়ে ধরেন। এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সভাকক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেসেট স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। প্রতিবাদকারী সংসদ সদস্যকে দ্রুত হলরুম থেকে বের করে দেওয়া হয়। যদিও স্পিকার ওহানার মুখে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম শোনা গেলেও, ঠিক কাকে বহিষ্কার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের দাবি, কমপক্ষে দুজন সংসদ সদস্যকে বাইরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরে ট্রাম্প রসিকতা করে বলেন, "ওটা ছিল খুব কার্যকর একটি ব্যবস্থা।" এরপর তিনি ফের বক্তৃতা শুরু করেন এবং বলেন, "এটি নতুন মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ভোর।"
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘‘অসাধারণ সাহসী’’ নেতা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান। এ সময় অনেক সংসদ সদস্য নেতানিয়াহুর ডাকনাম ‘‘বিবি’’ বলে স্লোগান দিতে থাকেন।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির উদ্যোগে সহযোগিতা করায় আরব বিশ্বের দেশগুলোকেও ধন্যবাদ জানান ট্রাম্প। তার ভাষায়, "এটি একটি অসাধারণ সাফল্য। তারা একসঙ্গে কাজ করেছে।"
ট্রাম্প আরও বলেন, ‘‘এখন সময় এসেছে ইসরায়েলের স্বর্ণযুগের। এটি শুধু ইসরায়েলের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যও একটি সম্ভাবনার সময়।’’
তিনি জানান, সম্প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হয়েছে। "দীর্ঘ দুই বছরের বন্দিদশা ও অন্ধকার সময় শেষে ২০ জন সাহসী জিম্মি পরিবারে ফিরে এসেছে। আরও ২৮ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাতে তারা নিজ মাতৃভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে পারেন।"
ট্রাম্প বলেন, ‘‘এখন বন্দুক থেমে গেছে, অঞ্চলটি শান্তিতে রয়েছে। আমরা চাই এই শান্তি যেন চিরস্থায়ী হয়।’’
সূত্র: বিবিসি