‘নোট অফ ডিসেন্ট’ রেখে ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৪, বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৭ অক্টোবর স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, বিএনপি নোট অফ ডিসেন্ট (ভিন্নমত সংযুক্তি) রেখেই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৭ অক্টোবর স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, বিএনপি নোট অফ ডিসেন্ট (ভিন্নমত সংযুক্তি) রেখেই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে—এটাই আমাদের অবস্থান। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনেই করতে আপত্তি করি না।’

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের নোট অব ডিসেন্টগুলো খুবই সামান্য। এগুলো যদি এখন প্রতিটা গণভোটে আসে তাহলে মনে করি সেই গণভোট একটা অসংখ্য প্রশ্নাবলীর সংকলিত একটা বই হয়ে যাবে।’

তবে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর নিয়ে আপত্তি থাকায় এ জরুরি বৈঠকের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণের পর সন্ধ্যা ৬টায় কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি এই আলোচনা শুরু হয়। এ বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়