রাকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। এদিন সকাল ৭টা ১৫ মিনিটে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় তাদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর সংযুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
চলতি রাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের জন্য লড়ছেন ৫৫৫ জন প্রার্থী।
ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, ‘একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি বলেন, নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে প্রতিটি ধাপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে।