রৌমারীতে পাল্টাপাল্টি মানববন্ধন, চাঞ্চল্য এলাকায়
এ, কে, এম হাসানুজ্জামান রৌমারী (কুড়িগ্রাম ): || বিএমএফ টেলিভিশন
কুড়িগ্রামের রৌমারীতে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুল আউয়াল , হাবিবুর রহমান ও বাইটকামারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রকারী শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও তার স্ত্রী সহকারী শিক্ষক ইসরাত জাহানের বিচার ও স্কুল থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের রৌমারীতে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুল আউয়াল , হাবিবুর রহমান ও বাইটকামারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রকারী শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও তার স্ত্রী সহকারী শিক্ষক ইসরাত জাহানের বিচার ও স্কুল থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন - বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি -হুমায়ুন কবির ,মোস্তাফিজুর রহমান সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, নূর মোহাম্মদ মোল্লা ও ইসরাত জাহান বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও বিভ্রান্তি সৃষ্টির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিতরা।
তারা আরো বলেন-বর্তমানে এই স্কুলে দুইটা গ্রুপ হয়ে গেছে, এখানে ক্লাস বাদ দিয়ে শিক্ষকেরা অন্যের সমালোচনা করে, প্রাইভেট না পড়লে বাচ্চাদের মার্ক দেওয়া হয় না, প্রাইভেট না পড়া বাচ্চাদের সামনের বেঞ্চে বসলে উঠিয়ে দেওয়া হয়।
শিক্ষকদের গ্রুপিং এর কারনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। শিক্ষার পরিবেশ ফেরাতে অবিলম্বে এই বিদ্যালয়ের এই সমস্ত সকল শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হোক।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল মন্ডল-এর বিরুদ্ধে ছাত্রীকে মারধর, ক্লাস কক্ষে ঘুমানোসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও লিখিত অভিযোগ দাখিল করা হয়েছিল।
পাল্টাপাল্টি মানববন্ধনের ঘটনায় বিদ্যালয় ও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে অভিভাবক ও সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।