শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২৩, বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। সে দেশটাকে তার বাপের মনে করতো। বুধবার (০১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। সে দেশটাকে তার বাপের মনে করতো। বুধবার (০১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলে এ সময় মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা কর্মীরা সতর্ক আছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়। রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এতদিন। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রতি ভাঙার।

তিনি বলেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছেন। দেশটাকে তার বাপের মনে করতো। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।

বিএনপির এই নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সবাই একসঙ্গে লড়াই করেছি। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়