লালমনিরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে হেজবুদ তওহীদের মতবিনিময়।
মুর্শিদ আলম মুরাদ লালমনিরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
লালমনিরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও গোলটেবিল বৈঠক করেছেন হেজবুদ তওহীদ লালমনিরহাট শাখা।
লালমনিরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও গোলটেবিল বৈঠক করেছেন হেজবুদ তওহীদ লালমনিরহাট শাখা।
দেশের চলমান সংকট নিরশনে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক এই আলোচনাটি শনিবার ২৭ অক্টোবর সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট হাড়িভাঙ্গা মাটির মায়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার কর্মরত সাংবাদিকরা সহ হেজবুত তওহিদের রংপুর বিভাগিয় ও লালমনিরহাট জেলার বিভিন্ন নেতা কর্মিরা।
এসময় বক্তারা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রুপ রেখা তুলে ধরেন এবং আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনের জন্য ও দেশের শান্তি নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আলোচনা করেন।
হেযবুদ তওহীদের নেতারা আরো বলেন,রাষ্ট্র যখন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, তখন ধর্ম-বর্ন নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।গণমাধ্যমকর্মিরাও নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবে তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।