সরিষাবাড়ীর পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ২৮২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

শারদীয় পূজায় নিরাপত্তার ঢাল আনসার-ভিডিপি”

সিফাত, সরিষাবাড়ী (জামালপুর): || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৭, বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

জামালপুরের সরিষাবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ২৮২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন বলেছেন, আনসার ও ভিডিপি সর্বদা সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ, এ এস আই মজিবুর রহমান এবং আনসার ব্যাটালিয়ন ফোর্স জামালপুরের সদস্যরা।পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন বলেন, “সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা। দেশের প্রতিটি পূজামণ্ডপে নারী ও পুরুষ সদস্যরা সমানভাবে দায়িত্ব পালনে সদা প্রস্তুত।”তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, বিশেষ অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ জানান, এ বছর সরিষাবাড়ী উপজেলার ৪৩টি পূজামণ্ডপে নারী সদস্য ৮৬ জন ও পুরুষ সদস্য ১৯৬ জনসহ মোট ২৮২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, আনসার ও ভিডিপির এই তৎপরতা পূজার আনন্দ-উৎসব নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়