কষ্টিয়া বিদেশি পিস্তলসহ জাহাঙ্গীর নামের এক ভ্যান চালক আটক
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম থেকে বিদেশি পিস্তলসহ জাহাঙ্গীর নামের এক যুবককে আটক করেছে ইবি থানা পুলিশ।জাহাঙ্গীর উজানগ্রাম পুরাতন মসজিদ পাড়ার ফজলু চৌধুরির ছেলে।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম থেকে বিদেশি পিস্তলসহ জাহাঙ্গীর নামের এক যুবককে আটক করেছে ইবি থানা পুলিশ।জাহাঙ্গীর উজানগ্রাম পুরাতন মসজিদ পাড়ার ফজলু চৌধুরির ছেলে।
বুধবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উজানগ্রাম বিলপাড়া খোকন ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
ইবি থানা পুলিশের দায়িত্ব থাকা একটি টিম গরমের মধ্যে জাহাঙ্গীরকে কাছে ডাকেন এবং জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে সন্দেহ করে তল্লাশি চালায়। জ্যাকেটে হাত দিতেই বিদেশি পিস্তল পাওয়া যায়। এসময় তারা আশেপাশের সাধারণ জনগণকে অবহিত করেন। পরে উপস্থিত এলাকাবাসীর সামনে পুলিশ জাহাঙ্গীরের বহনকৃত অস্ত্রসহ জবানবন্দি গ্রহণ করে।
বাচ্চু হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, উজানগ্রামের জাহাঙ্গীরকে পুলিশ আটক করে আমাদের ডাক দেন এবং জানতে চান, আমরা তাকে চিনি কি না। গ্রামের ছেলে হিসেবে আমরা অনেকেই তাকে চিনি। তার নাম এবং পিতার নাম বলার পর পুলিশ তার কাছে থাকা জ্যাকেট থেকে একটি পিস্তল বের করে আমাদের দেখান এবং জিজ্ঞেস করেন— এই পিস্তল কোথায় পেয়েছে?
তখন জাহাঙ্গীর বলেন, “খোকন আমাকে তার বাড়ি থেকে একটি জ্যাকেট আনতে পাঠায়। তার বাড়ি থেকে আমি সেটি নিয়ে যাচ্ছিলাম।এই জ্যাকেটের মধ্যে অস্ত্র আছে এটা আমি জানতাম না।যদি জানতাম তাহলে পুলিশ দেখে পালিয়ে যেতাম।”পরে পুলিশ আমাদের মধ্য থেকে দুজনের সাক্ষ্য নিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ভ্যান চালক জাহাঙ্গীর অস্ত্রসহ গ্রেফতারের সাথে একই গ্রামের কাঠ খোকনের নাম উঠে আসছে, জাহাঙ্গীরের সাথে খোকনের ভালো সম্পর্ক ছিলো,দুইজন মিলে একই দল বিএনপি করে আসছেন ।ঘটনাটি ঘটেছে খোকনের বাড়ির সামনে। তবে এই বিষয়ে খোকনের সাথে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে উজানগ্রামের সাধারণ জনগন জানিয়েছে যে জাহাঙ্গীর একজন ভ্যান চালক,তাকে কোন সময় খারাপ কিছু করতে দেখি নি।তবে আমরা চাই প্রকৃতভাবে অস্ত্রের সাথে যারা জড়িত মূল হোতাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে।আমরা এলাকার নিরিহ মানুষ গুলো ভয়ে রাত কাটাচ্ছি।
এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি বলেন, “জাহাঙ্গীর আলম নামের এক যুবকের কাছ থেকে একটি রিভলভার এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে। আমরা এখনো এই বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছি। তবে, অস্ত্রসহ যাকে ধরা হয়েছে সে পেশায় একজন ভ্যানচালক।”