কটিয়াদী এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, দুজন গ্রেফতার”

পরকীয়ার অভিযোগে কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রী ও যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন”

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৮, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কিশোরগঞ্জ কটিয়াদীতে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে পেটানো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরকীয়ার অভিযোগের কারণে সংঘটিত এই ঘটনার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত যুবতী বর্তমানে চিকিৎসাধীন এবং পুলিশ বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। স্থানীয়রা উপযুক্ত বিচার আশা করছেন।”


 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রবাসীর স্ত্রী ও এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতের ঘটনার পর সোমবার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।


 

স্থানীয়রা জানান, দঁড়িচারিয়াকোনা গ্রামে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁশের কঞ্চি দিয়ে প্রবাসীর স্ত্রী (২৮) ও যুবক ওয়াহিদ মিয়া (২৯)কে পেটানো হয়। ভিডিওতে দেখা যায়, হাবিবুর রহমান ওরফে হবি ডাকাত প্রথমে কঞ্চি দিয়ে দুজনকেই পেটান, এরপর আরও একজন তিনটি কঞ্চি দিয়ে প্রহার করেন।


 

পরকীয়ার অভিযোগে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা উল্লেখ করেছেন। নির্যাতিত যুবতী বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়েছে এবং বোরহান ও কুলসুম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে।


 

স্থানীয়রা মনে করেন, এই ধরনের নির্যাতন সম্পূর্ণ বেআইনি এবং উপযুক্ত বিচার হওয়া জরুরি।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়