বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখার উদ্যোগে দেশের উন্নয়ন ও দলের নেতৃত্বের জন্য বিশেষ দোয়া ও আলোচনার আয়োজন”

ইতালি বলোনিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা”

হিমেল জমাদ্দার বলোনিয়া ইতালি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৫, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি বলোনিয়া শাখা তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, বীর মুক্তিযুদ্ধা শহীদদের স্মরণ এবং দলের ৩১ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। বক্তারা দেশের উন্নয়ন ও নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।”


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি বলোনিয়া শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি হলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মাহফুজুল বারী ফিরোজের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীন ও সেলিম দেওয়ানের যৌথ সঞ্চালনায় সম্পন্ন হয়।


 

সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা ও বীর মুক্তিযুদ্ধার শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করা হয়।


 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন গোরাপী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বলোনিয়া বিএনপি’র সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মামুন হোসেন শ্যামল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সোহেল, আবুল কালাম স্বাধিন, আবুল খায়ের নাজির, মোঃ শাহআলম, মোঃ মনিরুজ্জামান লিটন, মাহবুব হোসেন, ফয়সাল হোসেন সুমন, রাসেদ আলমসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


 

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে তারেক রহমানকে একমাত্র ভরসা হিসেবে উল্লেখ করে, আগামী নির্বাচনে তাকে সর্বোচ্চ ক্ষমতায় নেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান।


 

সভাটি বিএনপি ইতালি বলোনিয়ার পক্ষ থেকে সকলের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে শেষ করা হয়।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়