মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫৭, বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে  ৭ টার দিকে গাংনী উপজেলার পড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে  ৭ টার দিকে গাংনী উপজেলার পড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের টুটুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পুড়াপাড়া এলাকায় এক পথচারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় সাইফুলের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়