বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও নতুন উদ্যম সৃষ্টির জন্য টিফিন বক্স ও মামপট বিতরণ”

শেরপুরের বাজিতখিলায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ

সাইদুর রহমান আপন শেরপুর জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৯, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ এই উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীরা নতুন উপহার পেয়ে আনন্দিত ও বিদ্যালয়মুখী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্যালয় প্রধান শিক্ষিকা ও স্থানীয়দের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে।”


 

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার টিফিন বক্স ও মামপট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।


 

প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপহার পান। স্থানীয়রা জানান, বাজিতখিলার গ্রামগুলো প্রাথমিক শিক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে আছে। কিছু পরিবার সন্তানদের শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দেয় না। এ কারণে শিশুদের বিদ্যালয়মুখী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, “আমরা মামপট নিয়ে প্রতিদিন স্কুলে আসবো এবং ভালোমতো পড়ালেখা করবো।”


 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মস্তুয়ারা বেগম বলেন, “এই সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তাদের খুশিতে আমরা ও আনন্দিত।”


 

সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন, “প্রাথমিক শিক্ষা শিশুদের স্কুলজীবনের ভিত্তি। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এটি বাস্তবায়ন করা হবে। বাজিতখিলা ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি ও উন্নয়নে আমি সর্বদা প্রস্তুত।”


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সামাদ, সদর উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন তাতীদলের নেতা নুকুনুজ্জামান, জেলা যুবদলের নেতা আলেক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।


 

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়