ফুটবল খেলা ও দোকান ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ব্রিজপাড়া-ট্যাগপাড়া-বিলপাড়ায় আতঙ্ক
ইবির উজানগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ: ভোরে একাধিক বাড়িতে হামলা
ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোর রাতে কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফুটবল খেলায় বিরোধ ও সুপার মার্কেটের দোকান ভাড়া নেওয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রাম ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জেরে ভোর রাতে বসতবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।বুধবার ভোরে উজানগ্রাম ব্রিজপাড়া, ট্যাগপাড়া ও বিলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ঘরবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।জানা গেছে, উজানগ্রাম হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এবং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ সুপার মার্কেটে দোকানঘর ভাড়া নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরেই এ নিয়ে পরিকল্পিত সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে।