যথা সময়ে নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবার মধ্যে দিয়ে দেশের সকল সংকটের সমাধান হবে : অধ্যাপক শহীদুল ইসলাম
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া ০১ অক্টোবর’ ২০২৫\ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালে দেশি বিদেশী ষড়যন্ত্র চলছে। পিআর’র নাম করে নির্বাচন পিছিয়ে দেবার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। জনগন নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। যথা সময়ে নির্বাচন হবে, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে দেশের সকল সংকট সমস্যার সমাধান হবে।
কুষ্টিয়া ০১ অক্টোবর’ ২০২৫\ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালে দেশি বিদেশী ষড়যন্ত্র চলছে। পিআর’র নাম করে নির্বাচন পিছিয়ে দেবার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। জনগন নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। যথা সময়ে নির্বাচন হবে, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে দেশের সকল সংকট সমস্যার সমাধান হবে।
বুধবার বিকেল ৬টায় ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভার প্রধান বক্তা ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথা বলেন, অতিথি পাখিদের বাদ দিয়ে দলের পরীক্ষিত জনপ্রিয় নেতাদের দলীয় মনোনয়ন দেবার দাবী তোলেন।
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে জনসভায় মিরপুর ও যত ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে বিকেল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হন। জনসভায় প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেয়।