বিসিএস পরীক্ষার্থীদের ঢাকাগামী বাসের দাবি ইবি ছাত্রশিবিরেরর

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৩, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ঢাকাগামী পরিবহন সুবিধা চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ঢাকাগামী পরিবহন সুবিধা চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়। পাশাপাশি উপাচার্যের কাছেও মৌখিকভাবে একই দাবির কথা তুলে ধরা হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় একসঙ্গে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অন্যথায় ব্যক্তিগতভাবে ঢাকায় যাতায়াত শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, “পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সুবিধা জরুরি। এ উপলব্ধি থেকেই আমরা পরিবহন প্রশাসকের কাছে দাবি জানিয়েছি। পরবর্তীতে মাননীয় উপাচার্য স্যারও আমাদের বিষয়টি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “আমার কাছে সংগঠনটি দাবি জানিয়েছে। যেহেতু এটি শিক্ষার্থীদের কমন ইন্টারেস্টের বিষয়, তাই ভিসি মহোদয় অনুমতি দিতে পারেন।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়