তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা-কর্মীরা দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করছেন

কুষ্টিয়ার ভেড়ামারায় পূজা মন্ডপ পরিদর্শন, নিরাপত্তায় অতন্দ্র প্রহরী বিএনপি নেতাকর্মীরা

কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৩, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি কখনই অন্য ধর্মের মানুষের উপর আঘাত করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা দুর্গাপূজা মণ্ডপে অতন্দ্র প্রহরীর মতো নিরাপত্তা দিচ্ছেন। এছাড়া দলের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটিকে সহায়তা ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।


 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম।সোমবার রাত ৮টার দিকে ভেড়ামারা শহরের শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, “গত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী লীগের লোকজন হিন্দুদের উপর নির্যাতন চালিয়ে তা বিএনপির ঘাড়ে চাপাতো। মধ্যপন্থার দল বিএনপি কখনও অন্য ধর্মের উপর আঘাত করে না।”তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা মণ্ডপগুলোতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। এসময় তিনি মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।বিকেল ৫.৩০টায় ড. সাইফুল ইসলাম ভেড়ামারা শহরে মানুষের হাতে হাতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন, যার উদ্দেশ্য দুর্নীতিমুক্ত সমাজ বাস্তবায়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা।সাক্ষাতের সময় বিএনপি নেতা আইনজীবী বুলবুল আবু সাইদ শামীমসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নেতারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এ বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়