১৯ বছর বয়সেই স্প্যানিশ গোলরক্ষকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

স্পেনে ম্যাচ চলাকালীন মাঠে আঘাত পেয়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেসের। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

স্পেনে ম্যাচ চলাকালীন মাঠে আঘাত পেয়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেসের। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

দেশটির পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান রামিরেস।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। এ ছাড়া রামিরেসের স্মরণে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়