এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে বাংলাদেশি আম্পায়ার
অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই হাইভোল্টেজ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।
এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই হাইভোল্টেজ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। এবারের আসরে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পেয়েছেন—মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।
১৪ সেপ্টেম্বরের মহারণে মুকুলের সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। এর আগে ১০ সেপ্টেম্বর ভারত–সংযুক্ত আরব আমিরাত ম্যাচে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল।
আফগানিস্তান–হংকং ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হবে এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে হবে মোট ১২ ম্যাচ। ম্যাচ পরিচালনায় থাকবেন মোট ৮ জন আম্পায়ার। বাংলাদেশ ছাড়াও দায়িত্ব পেয়েছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসারি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহাম পণ্ডিত ও বীরেন্দর শর্মা।
ভারত–পাকিস্তান ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের পাকতিন ও শফি। ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট।
মাসুদুর রহমান মুকুল অবশ্য এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনায় নতুন নন। ২০২২ সালের আসরেও তাকে গ্রুপ পর্ব ও সুপার ফোরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল।