সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই রাজনীতিতে ছয় দশকের পথচলা থেমে গেল
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই
সাইফুল আলন দুলাল || বিএমএফ টেলিভিশন
সাবেক শিক্ষামন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ইন্তেকাল করেছেন। দীর্ঘ ছয় দশকের রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, শিল্প ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
হুমায়ূন ‘আনকন্ট্রোলড বাওয়েল ও ব্লাডার’ সমস্যায় কষ্টে ছিলেন। রোববার বিকেলে শারীরিক অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।মৃত্যুর পর, তার ছেলেসহ ঘনিষ্ঠজনরা সামাজিক মাধ্যমে দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘকাল রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ।২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন । ২০১৯ ও ২০২৪ সাল দুইবার শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন তিনি ।
গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে হত্যাকাণ্ড, হামলা ও ভাঙচুরের অভিযোগে।