নাশকতা মামলায় গ্রেপ্তার সাংস্কৃতিক সম্পাদক
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আটক
সোহরাব হোসেন সৌরভ সাতক্ষীরা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে আটক করা হয়। সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই মাসের অভ্যুত্থান-সংশ্লিষ্ট এক মামলায় তার নাম রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং পরিচিত সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শামীমা পারভীন রত্নার বিরুদ্ধে নাশকতার মামলার অভিযোগ রয়েছে। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে সংঘটিত বিভিন্ন আন্দোলন-অভ্যুত্থান সংশ্লিষ্ট নাশকতার ঘটনায় দায়ের করা মামলার একটিতে তার নাম উঠে আসে। দীর্ঘদিন অনুসন্ধানের পর রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এ গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, আবার অন্যরা দাবি করছেন, আইনের প্রয়োগের স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।শামীমা পারভীন রত্না স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে গান, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।