ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬৩ কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা”

কুষ্টিয়ার ভেড়ামারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আরিফুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৮, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৬৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।”


 

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।


 

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এ বছর ভেড়ামারা উপজেলার মোট ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


 

এছাড়াও একই অনুষ্ঠানে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়