জামিনে মুক্তি পেয়ে নুসরাত ফারিয়ার ফেসবুকে পোস্ট

বিনোদন প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১০, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
সংগ্রহ ছবি

সংগ্রহ ছবি

 জামিনে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া। কাশিমপুর কারাগার থেকে বের হয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি তার ফেসবুকে লিখেন 
জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। 
মামলার এজাহারে উল্লেখ ছিল ঘটনার দিন নুসরাত ফারিয়া ঘটনাস্থলে ছিলেন কিন্তু তদন্তে দেখা যায় সে সময় তিনি কানাডায় অবস্থান করছিলেন। ফলে এসব বিবেচনা করে বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়