আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আশিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় তিনি মালয়েশিয়ায় পৌঁছান।
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আশিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় তিনি মালয়েশিয়ায় পৌঁছান।
তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।
৪ দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলন চলবে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, অভিবাসন সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফর শেষে ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।
বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশির বিষয়েও আলোচনা হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তাদের মধ্যে একটি ছোট দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে যদি প্রমাণিত হয়, বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মালয়েশিয়ার পুলিশের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ উগ্রপন্থার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।