কুষ্টিয়া রথ মেলায় চাদাবাজি,সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত
আজিজুল ইসলাম। || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে উল্টো রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় কুষ্টিয়া পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজি করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা।
কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে উল্টো রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় কুষ্টিয়া পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজি করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা।
খবর পেয়ে ৫ই জুলাই দুপুর ১টায় কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে গেলে ৭-৮জনের একটি চাঁদাবাজ দল রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় আগত প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫০, ১০০ কোন কোন ক্ষেত্রে ২০০ টাকা পর্যন্ত পৌরসভার খাজনা আদায়ের ভুয়া স্লিপ দিয়ে টাকা আদায় করছে এই চাঁদাবাজ গ্রুপ।
সরেজমিনে গেলে তখনো অস্থায়ী দোকানগুলো থেকে পৌরসভার ভুয়া রসিদ দিয়ে টাকা আদায় করছিল এসব চাঁদাবাজরা। সে সময় ক্যামেরায় অবৈধভাবে টাকা আদায়ের দৃশ্য ধারণ করা হয়।
পরে পৌরসভার রশিদ দিয়ে চাঁদা আদায়কারীদের কাছে পৌরসভার অনুমতি না থাকার পরও কিভাবে চাঁদা আদায় করছে জানতে চাইলে, এটিএন বাংলা ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদসহ ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে চাঁদাবাজরা।
এ সময় সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ক্যামেরা পার্সেন্ট সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয় এই দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কৌশিক আহমেদের ডান হাত খ্যাত রোমান (৪৫), পিতা: মজনু, শামিম(৪০), পিতা: মৃত লাল উভয়ের বাড়ি আড়োয়াপাড়া,রাজার পুকুরের পাশে। বাকি চাঁদা আদায়কারী আসিফ, তারেক, শাহিন, খোকনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি।
রথে আসা অস্থায়ী দোকানদার মো : সামাদ জানান, দীর্ঘদিন রথের সময় আমি এখানে গৃহস্থালীতে ব্যবহার্য দা,বটি,কাঁচি বিক্রি করে আসছি। এবারে দেখছি রথে আসা অস্থির ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হচ্ছে চাঁদা। এর আগে কখনো এমনটি দেখিনি।