টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক: পালিয়ে গেল স্বামী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৫, বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদককারবারি নারীকে আটক করেছে।

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদককারবারি নারীকে আটক করেছে।

আটক মাদককারবারি নারী রুজিনা আক্তার (৩৯) টেকনাফ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড হাতিয়ার ঘোনার করাচি পাড়া এলাকার ফরিদ আহমদের মেয়ে ও সোনা মিয়ার স্ত্রী।  

বউ আটক হলেও স্বামী সোনা মিয়া (৩৭) পালিয়ে যায়। সে টেকনাফ সদর হাতিয়ার ঘোনা করাচি পাড়া এলাকার মৃত আব্দুর রসিদ এর পুত্র।

টেকনাফ বিজিবি (২ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিরা মিয়ানমার থেকে সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি বসতবাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা করাচিপাড়া পাহাড়ি এলাকায় সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮১ হাজার ৩ শত ৫৫ পিচ ইয়াবা, নগদ ১ লাখ ১ হাজার ৯ শত ৭০ টাকাসহ রুজিনা আক্তার কে আটক করতে সক্ষম হয়।

আটক আসামিকে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়