সাবেক সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০১, বুধবার, ২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
ছবিঃ প্রতিনিধি।

ছবিঃ প্রতিনিধি।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর বাংলাদেশের সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, ঢাকা জেলার সাবেক সেচ্ছাসেবক দল নেতা মোঃ মফিজার রহমান রাজু তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছেন।

২০২৫ সালের ২০ মে রাত ১১টার দিকে রাজু ফোন করে সাংবাদিক জামালকে জরুরি কথা বলার নাম করে তার বাসার পাশের চায়ের দোকানে ডাকেন। সরল বিশ্বাসে জামাল সেখানে গেলে রাজু কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ডেকে আনেন এবং নিজের মোটরসাইকেলে তাদের হাতে তুলে দিয়ে জামালকে জোর করে তুলে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, তাকে আশুলিয়ার পলাশবাড়ীর একটি বাসায় আটক করে রাখা হয় এবং সেখানে সারা রাত তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। লোহার পাইপ দিয়ে মারধর করা হয়, এমনকি তার বুকের উপর উঠে লাথি মারা হয়। পরদিন তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে বিকাল ৪টার দিকে মুক্তিপণের টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এখানেই ঘটনা শেষ হয়নি। জুনের ৬ তারিখে অজ্ঞাত একজন আবার ফোন করে আরও ৫০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এরপর হোয়াটসঅ্যাপেও তাকে এবং তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়, যেগুলোর স্ক্রিনশট সাংবাদিক জামালের কাছে রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তার উপর চালানো নির্যাতনের প্রমাণ ও সাক্ষী তার কাছে সংরক্ষিত আছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়