মেহেরপুরে সড়কের পাশ থেকে পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার করেছে সেনাবাহিনী।
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার ভোররাতে উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহলদল মেজর রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অস্ত্রটি উদ্ধার করে বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কে বা কারা অস্ত্রটি সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।