চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ফুটানো অজগরের বাচ্চা সংরক্ষিত বনে অবমুক্ত

রাজু চৌধুরী। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:২৫, শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রাজু চৌধুরী : গত জুন মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মত কৃত্রিম উপায়ে ফুটানো অজগরের ৩৩ টি বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

গত জুন মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মত কৃত্রিম উপায়ে ফুটানো অজগরের ৩৩ টি বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার ৪ জুলাই বিকালে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি জেলা প্রশাসকের অনুমতিক্রমে হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়রন্য, ফটিকছড়ি, চট্টগ্রামে বনবিভাগের সহযোগিতায় অজগরের বাচ্চা গুলো অবমুক্ত করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে ফটিকছড়ির এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ নিয়ে মোট ১১৩ টি অজগরের বাচ্চা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহদাত হোসেন শুভ জানান, ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে জন্ম নিয়েছে এই অজগরের বাচ্চা গুলো। তিনি বলেন, চলতি বছরের ৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। এর মধ্যে গত ১১ থেকে ১৩ জুন ১৭টি ও ২১ থেকে ২৪ জুন ১৬টিসহ মোট ৩৩টি ডিম ফুটে অজগরের বাচ্চা জন্ম নেয়।

তিনি আরো বলেন, এই বাচ্চাগুলো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করার পর জেলা প্রশাসকের অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান, এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি ও ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা ফুটানো হয়। যার মধ্যে ৮০টি অজগরের বাচ্চা চার দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এ নিয়ে মোট ১১৩ টি অজগরের বাচ্চা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়