কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, এখনো অনেক কিছু বাকি: তাজুল ইসলাম

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২১, বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন ঘিরে তোলপাড় বাংলাদেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০২ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন—এমন একটি অডিও কল রেকর্ড তারা যাচাই করে প্রকাশ করেছে। তবে এই বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন ঘিরে তোলপাড় বাংলাদেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০২ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন—এমন একটি অডিও কল রেকর্ড তারা যাচাই করে প্রকাশ করেছে। তবে এই বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ বুধবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে আইনজীবী তাজুল ইসলাম দাবি করেন, বিতর্কিত কল রেকর্ডটি আদতে বিবিসি নয়, উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিশেষ তদন্ত কর্মকর্তা।

তিনি লেখেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি—করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।

অন্যদিকে, বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কল রেকর্ডটি পেয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মাধ্যমে, তবে কে এটি ফাঁস করেছে, তা এখনও অস্পষ্ট।

রেকর্ডিংটির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিবিসি অডিওটি পাঠায় আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট-এ। তাদের বিশ্লেষণ অনুযায়ী, রেকর্ডিংটিতে কোনো ধরনের সম্পাদনা, বিকৃতি বা কৃত্রিমতা শনাক্ত হয়নি। প্রতিষ্ঠানটি আরও জানায়, এতে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ইএনএফ) পাওয়া গেছে—যা প্রমাণ করে রেকর্ডটি আসল এবং বিকৃত নয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়