মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক
মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর শহরের ওয়াদাপাড়ায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে পরিচালিত এ অভিযানে আটক হন মিয়া পাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) ও তার ছেলে জাহিদ (২৫)।
মেহেরপুর শহরের ওয়াদাপাড়ায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে পরিচালিত এ অভিযানে আটক হন মিয়া পাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) ও তার ছেলে জাহিদ (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে ১৩০ গ্রাম হেরোইন, পাশাপাশি নগদ ৬২ হাজার ৮৩০ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।