ফের বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু, গাজায় যুদ্ধবিরতি আলোচনা কতদূর?
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সপ্তাহের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সপ্তাহের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রেসের প্রবেশাধিকার ছাড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকের আগে সোমবার রাতে হোয়াইট হাউজে এক দীর্ঘ নৈশভোজে মিলিত হন তারা। এটি ছিল নেতানিয়াহুর জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর তার তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।
বৈঠক শেষে নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক শেষ করেছেন।’
বৈঠকের আগে হোয়াইট হাউজে আসে একটি কাতারি প্রতিনিধি দল, যারা মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক করে। এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি আসেনি বলে জানিয়েছে অ্যাক্সিওস।
এর আগে, মঙ্গলবার নেতানিয়াহু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের এখনো গাজায় কাজ শেষ করতে হবে—জিম্মিদের মুক্ত করা এবং হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা এখনো বাকি।’
তিনি ইঙ্গিত দেন, সফরের বাকি সময় ট্রাম্পের সঙ্গে আরও কিছু বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ‘আমরা ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী, আশা করছি সপ্তাহ শেষের আগেই এটি বাস্তবায়িত হবে।’
ট্রাম্পের পাশে বসে উইটকফ বলেন, ‘আমাদের আলোচনায় চারটি মূল ইস্যু ছিল, এখন মাত্র একটি বাকি রয়েছে—দুই দিনের সংলাপের পর এই অগ্রগতি হয়েছে।’