ইবি ছাত্র ইউনিয়নের ১৯ তম সম্মেলন ১৯ জুলাই

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫০, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

“দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ” স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯ তম সম্মেলন আগামী ১৯ জুলাই (শনিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ জুন) ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে বলা হয়, সম্মেলন অনুষ্ঠিত করতে ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করেছে সংগঠনটি। 

কমিটির ৯ম সভায় সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯ তম সম্মেলনের চেয়ারম্যান হিসেবে ওবাইদুর রহমান আনাস এবং আহবায়ক হিসেবে সাদীয়া মাহমুদ মীমকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-পরিষদ গঠন করে সংগঠনের সকল নেতাকর্মীকে সর্বোচ্চ প্রস্তুতির আহবান জানান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

জানা যায়, ইবি সংসদের ১৯ তম সম্মেলনে ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর সম্পাদক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ।

সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমাদের এবারের সম্মেলন শুধু একটি গতানুগতিক আয়োজন নয়, বরং এটি আমাদের সংগঠনের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই সম্মেলন আমাদের ছাত্র সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
আমাদের এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো "দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ"। আমরা মনে করি, এই প্রতিপাদ্য বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের মাতৃভূমি নিয়ে নানান ষড়যন্ত্র চলছে, আমরা এই ষড়যন্ত্র রুখে দিবো। তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়